ভাব প্রকাশের জন্য ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর মাতৃভাষায় ভাব প্রকাশ করতে পারার মতো আনন্দ ও গর্ব অন্য ভাষায় নেই। কিন্তু বর্তমান বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষার দক্ষতা অপরিহার্য হয়ে উঠেছে। তাতে অবশ্য দুই দিক থেকেই লাভ যোগ হতে পারে। কর্মপরিধি বাড়ার পাশাপাশি মানুষের মস্তিষ্কের শক্তিও নাকি বেড়ে যায়- বিজ্ঞানীরা এমন কথাই শুনিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এ নিয়ে গবেষণা করেন। সম্প্রতি ওই গবেষণা শেষে তাঁরা জানিয়েছেন, মাতৃভাষার পাশাপাশি অন্য একটি ভাষা শিক্ষার মাধ্যমে মানুষের মস্তিষ্কের শক্তি বেড়ে যেতে পারে। তাঁদের মতে, জোড়া ভাষার দক্ষতা মস্তিষ্কের প্রশিক্ষণের মতো। এটি এমন এক মানসিক শক্তি, যা মনকে প্রফুল্ল রাখে।
গবেষণার ফল উল্লেখ করে বিজ্ঞানীরা জানান, প্রাঞ্জলভাবে দু'টি ভাষা বললে মস্তিষ্কে এর প্রভাব পড়ে। এতে শব্দের প্রতি ব্যক্তির স্নায়ুবিক ব্যবস্থায় সাড়া দেওয়ার প্রক্রিয়া পরিবর্তন হয়।
গবেষণার জন্য বিজ্ঞানীরা স্বেচ্ছাসেবী ৪৮ জন স্বাস্থ্যবান শিক্ষার্থীর মস্তিষ্কের সাড়া প্রদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এর মধ্যে ২৩ জন ছিলেন দু'টি ভাষায় কথা বলায় দক্ষ। বৈদ্যুতিক প্রবাহ নির্ণয় করতে সক্ষম একটি ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন শব্দের প্রতি তাদের মস্তিষ্কের সাড়া প্রদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, শান্ত পরিস্থিতিতে সবার মস্তিষ্ক একই ধরনের সাড়া দেয়। কিন্তু কোলাহলপূর্ণ পরিবেশে জোড়া ভাষায় দক্ষ শিক্ষার্থীরা শব্দের প্রতি ভালোভাবে সাড়া দিতে পেরেছেন। সূত্র : বিবিসি অনলাইন।
No comments:
Post a Comment