দেখতে দেখতে চলে আসল বিপিএল এর ৩য় আসর – বিপিএল ২০১৫। কিছুদিন বিরতি দিয়ে আবার শুরু হচ্ছে জমজমাট বিপিএল এর আসর। আবারো দেখা যাবে জমজমাট ক্রিকেটের ব্যাটে-বলের লড়াই। টানটান উত্তেজনা নিয়ে আমরা আমাদের প্রিয়দল গুলোর খেলা দেখব। আর প্রিয় দলের খেলার খবর রাখতে প্রয়োজন হচ্ছে খেলার পূর্ণাজ্ঞ সময়সূচী। এছাড়া বিপিএল এর ইতিহাস , রেকর্ড, প্লেয়াদের প্রাইজমানি, কে কোন দলে খেলবে ইত্যাদি জানার কৌতুহুল মুটামুটি সবারই থাকে। আর সেই চাহিদা অনুভব করেই বানিয়ে পেললাম “BPL 2015 ”।
এতে আপনি এবারের বিপিএল এর পূর্ণাঙ্ঘ শিডিউলটি সহ পাবেন আরো অনেক কিছু। কি কি থাকছে নিচে দেখে নিন।
ইবুকঃ
নামঃ বিপিএল – ২০১৫ (PDf)
সাইজঃ ১.৭০ এমবি
পৃষ্ঠাঃ ১০
ডাউনলোড সিস্টেমঃ Just Click For Download
সাইজঃ ১.৭০ এমবি
পৃষ্ঠাঃ ১০
ডাউনলোড সিস্টেমঃ Just Click For Download
ডাউনলোড লিঙ্ক(মিডিয়া ফায়ার):
http://www.mediafire.com/download/ak4zzocfkr2fcr9/BPL_2015.pdf
যা যা থাকছে এই ইবুকেঃ
যা যা থাকছে এই ইবুকেঃ
* কে কোন দলের হয়ে খেলবে। দল অনুযায়ী দেশী-বিদেশী প্লেয়ারদের লিস্ট দেওয়া হয়েছে।
* বিপিএল এর আগের দুই আসরের ইতিহাস
* বিপিএল এর রেকর্ড সমূহ
* প্লেয়ারদের পারিশ্রমিক
* খেলার নিয়ম কানুন
* সর্বশেষে থাকছে বাংলায় সমূহ ম্যাচ শিডিউল
* বিপিএল এর আগের দুই আসরের ইতিহাস
* বিপিএল এর রেকর্ড সমূহ
* প্লেয়ারদের পারিশ্রমিক
* খেলার নিয়ম কানুন
* সর্বশেষে থাকছে বাংলায় সমূহ ম্যাচ শিডিউল
মেতে উঠুন বিপিএল এর পছন্দের দলকে নিয়ে আর ইবুকটি শেয়ার করুন বন্ধুদের সাথে।
No comments:
Post a Comment