Saturday, August 15, 2015

ফ্রি হোম ডেলিভারি বিজনেস কীভাবে শুরু করা যায়?

প্রশ্নঃ ফ্রি হোম ডেলিভারি বিজনেস কীভাবে শুরু করা যায়? আমি আমার এলাকায় ফ্রি হোম ডেলিভারি শুরু করতে চাই । যেমন চাল , ডাল ইত্যাদি বা পচনশীল কোন দ্রব্য মাছ, মাংস, শাক সবজি বাদ দিয়ে যা আছে সব। এটি কীভাবে শুরু করবো, জানাবেন প্লিজ?


উত্তরঃ প্রথমত আপনার সৃজনশীল ক্যারিয়ার চিন্তার জন্য অভিনন্দন। এটি খুবই ভালো একটি ক্যারিয়ার চিন্তা যা আপনাকে কিছুদিনের মাঝেই একজন সফল ব্যক্তিতে পরিণত করে দিতে পারে যদি আপনি এর পেছনে কঠোর শ্রম দেন। ফ্রি হোম ডেলিভারি বিজনেস বাংলাদেশে খুব একটা প্রচলিত নেই। যেকোনো সময়ে আপনি এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন। তবে এর আগে আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে।

যা যা করবেন :

১. ফ্রি হোম ডেলিভারি বিজনেস শুরু করার আগে আপনাকে একটি লাইসেন্স করে নিতে হবে।
২. সরকারিভাবে অনুমোদন নেয়ার চেষ্টা করুন।
৩. পণ্য ডেলিভারি দেয়ার জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করুন।
৪. পণ্যের কিছু সেক্টর বাছাই করুন যেগুলো থেকে আপনি বেশি লাভ করতে পারবেন। যেমন ফার্মাসি, মুদি, ব্যাংক, রেস্টুরেন্ট, ফুলের দোকান, হাসপাতাল, অফিস অথবা গিফট শপ ইত্যাদি জায়গাগুলোতে আপনার পরিচিতি বাড়ান।
৫. আপনার অফিসের স্থান নির্বাচন, অফিসের একটি নাম দিন এবং এর প্রয়োজনীয় বিজনেস কার্ড, ওয়েবসাইট ইত্যাদি তৈরি করুন। সরবরাহকৃত গাড়িতে আপনার অফিসের যোগাযোগের ঠিকানা লিখে দিন। তাছাড়া অফিসে সবসময় সব ধরনের সহযোগিতা দিতে কিছু এমপ্লয়ি নিয়োগ দিন।
অফিসিয়াল এসব কার্যক্রম ঠিক করে আপনি খুব সহজেই ফ্রি হোম ডেলিভারি বিজনেস শুরু করে দিতে পারেন।

ফ্রী হোম ডেলিভারি / ডেলিভারি পাওয়ার শর্ত ও নিওমাবলী


1. Send us your name ,full address and two mobile number.
১। আপনার নাম, পুর্ণ ঠিকানা ও দুটি মোবাইল নাম্বার দিন।
2.In the case of free home delivery- You will get your parcel within 48 working hours .
২। ফ্রি হোম ডেলিভারির ক্ষেত্রে  ৪৮ কার্য ঘণ্টার মধ্যে আপনি আপনার পারসেল পাবেন ।
3. During the time of delivery if found your mobile is switch off or not receiving the call, then it will mark as re delivery and you should pay 60 tk as re-delivery fee when next time you receive your product.
৩। ডেলিভারি দেওয়ার সময় আপনার মোবাইল বন্ধ পেলে বা কল রিসিভ না করলে ডেলিভারি টি রি-ডেলিভারির আওতায় পরবে এবং পরেরবার ডেলিভারির সময় আপনাকে রি-ডেলিভারি ফি বাবদ ৬০ টাকা দিতে হবে।
4.  In the case of Cash on delivery, if you want to returned/exchange the product you should pay 120tk and returned accept only that time when our delivery man arrives to you to give delivery, Further exchange or returning will not acceptable. The Real Item's Color maybe vary from the listing picture because of different Camera lens, and different light environment. So, we will not accept return policy in this reasons.
৪। ক্যাশ অন ডেলিভারির সময় পন্য ফেরত দিতে চাইলে ১২০ টাকা দিতে হবে এবং একি ডেলিভারি ম্যান এর কাছে ফেরত দিতে হবে।। কখন কখন পণ্যের ছবির সাথে বাস্তবের রঙ বা আকার এর ভিন্নতা থাকতে পারে, তাই এইসব কারন বশত পণ্য পরিবর্তন বা ফেরত নেওয়া হবে না, 
5. Our delivery time is 10am - 10pm. Just tell us office address or home address. Then delivery procedure will be done in official time. But we don't except any fixed time. Because we have many delivery to deliver. So we can not fix the time. But If any emergency then time can be fix. In that case you should pay 100 tk Extra.
৫। আমাদের ডেলিভারির সময় সকাল ১০টা থেকে রাত ১০টা। অর্ডার দেয়ার সময় অফিস না বাসা উল্লেখ করে দিবেন। তাহলে অফিস এর সময় ডেলিভারি দেয়া হবে। এছারা কোন নির্ধারিত সময় গ্রহনযোগ্য হবেনা। আমাদের অনেক ডেলিভারি দিতে হয় , তাই নির্ধারিত সময় নেয়া সম্ভব নয়। যদি জরুরি ভিত্তিতে নির্ধারিত সময়ে ডেলিভারি লাগে তাহলে ১০০ টাকা অতিরিক্ত দিতে হবে।
6. In the case of urgent (within 24hours) delivery you should pay 80 tk Extra.
৬। একিদিনের ডেলিভারি চাইলে ৮০ টাকা অতিরিক্ত দিতে হবে।
7. If you are giving other address without home or office , you should give time at least as like office address. Otherwise you should pay the fee as like fixing time fee.
৭। বাসা বা অফিস এর ঠিকানা ব্যতিত অন্য কোন ঠিকানা দিলে , অন্তত অফিসিয়াল সময় পর্যন্ত সময় দিতে হবে অন্যথায় নির্ধারিত সময়ের ফি দিতে হবে।
8. Without this, if any delivery man want other extra charges, or misbehave with you, as soon as possible just inform us. As  they are delivery men of courier company,  not our personal delivery men, we don't know that who will goes to deliver your product. So just give us the number of delivery man.
৯। উপোরক্ত কারণ ছাড়া কোণ ডেলিভারি মেন যদি অতিরিক্ত টাকা চায় , অথবা খারাপ ব্যবহার করে, তখনি আমাদের জানাবেন। যেহেতু তারা কুরিয়ার কোম্পানির লোক আমাদের ব্যক্তিগত ডেলিভারি মেন নয়, তাই আমরা জানবনা কোন ডেলিভারি মেনটি আপনার কাছে যাবে। আমাদেরকে তার মোবাইল নাম্বার সহ অবিহিত করুন।
10. For out side Dhaka city We have two ways: i. If you want free home delivery then you have to pay full amount through bkash/bank first. Then we will courier it through Shundorban courier Serveice. ii. If you want cash on delivery then we will send it through S.A poribohon in Condition and you have to pay 100 tk extra. You have to pick it from S.A poribohon Counter. (*** After confirmation of your order cancellation will not acceptable)
১০। ঢাকা শহরের বাহিরে পার্সেল এর জন্নে আমাদের দুটি পদ্ধতি রয়েছে- i. আপনি যদি ফ্রী হোম ডেলিভারি চান সেই ক্ষেত্রে আপনাকে পণ্যের সম্পূর্ণ মুল্ল্য প্রথমে পরিশোধ করতে হবে বিকাশ/ব্যাংক এর মাধ্যমে। অতঃপর আমার সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে কুরিয়ার করে দিব। ii. আর আপনি যদি ক্যাশ অন ডেলিভারি ছান সেই ক্ষেত্রে আমরা এস এ পরিবহন এ পার্সেল পাঠাব , এর জন্নে আপনাকে ১০০ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে। এবং আপনাকে এস এ পরিবহনের কাউন্টার থেকে পণ্যটি বুঝে নিতে হবে। (*** অর্ডার  কনফার্মেশনের পর আর কোন কান্সেলেশন গ্রহণযোগ্য হবে না)।

1 comment:

  1. www.priyoshop.com -এ কেনাকাটায় দিচ্ছে ফ্রি ডেলিভারি!

    ReplyDelete