জেনে নিন:স্কাইপে
ভয়েজ চ্যাট এবং কল করার একটি অসাধারণ অ্যাপিস্নকেশন টুলস হলো স্কাইপি। এই ম্যাসেঞ্জার সফটওয়্যার ব্যবহার করে যে কেউ তার নিজের কম্পিউটার থেকে অন্য স্কাইপি ব্যবহারকারীকে ফ্রি অফ চার্জ টেলিফোন কল করতে পারবেন। এটি ব্যবহার করে সামান্য ফি দিয়ে ল্যান্ডলাইন এবং সেল ফোনেও কল করা যায়। এর মাধ্যমে আরো করা যায় ইন্সট্যান্ট ম্যাসেজিং, ফাইল ট্রান্সফার, শর্ট ম্যাসেজ সার্ভিস, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি। ২০০৬ সালের এপ্রিলের মধ্যে স্কাইপির রেজিস্ট্রার্ড ইউজারের সংখ্যা দাঁড়ায় ১০০ মিলিয়ন। তারা ২০০৭এর তৃতীয় কোয়ার্টারে মোট আয় করে ৯৮ মিলিয়ন ইউএস ডলার।
No comments:
Post a Comment