পুলিশের ইন্সপেক্টর প্রথম ও এসআই দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পাচ্ছে
০০ইত্তেফাক রিপোর্ট, ডিসেম্বর ৩১, ২০১০
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সারাদেশে ৩ হাজার ইন্সপেক্টর এবং ১২ হাজার সাব-ইন্সপেক্টর রয়েছেন। বর্তমানে ইন্সপেক্টররা দ্বিতীয় এবং সাব-ইন্সপেক্টররা তৃতীয় শ্রেণীর কর্মচারী পদমর্যাদায় সরকারি সুবিধা পাচ্ছেন। ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টরদের দাবির প্রেক্ষিতে চলতি পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের গ্রেড উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় পুলিশ অফিসারদের মর্যাদার উন্নয়ন করতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পুলিশ পরিদর্শকদের (ইন্সপেক্টর) প্রথম শ্রেণীর (নন ক্যাডার) পদমর্যাদা দেয়ার জন্য সরকারি নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। আগামী ৪ জানুয়ারির আগে যে কোন মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে পুলিশ ইন্সপেক্টরদের প্রথম শ্রেণীর কর্মচারির পদমর্যাদা চূড়ান্ত হবে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ মিয়ার সভাপতিত্বে পুলিশ ইন্সপেক্টরদের পদমর্যাদা প্রদান সম্পর্কিত এক সভায় বিষয়টি বিধিগত অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে। এমনকি বুধবার বিকালেই এ সংক্রান্ত নথিপত্র অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে বলে সংশিস্নষ্ট সূত্র জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সারাদেশে ৩ হাজার ইন্সপেক্টর এবং ১২ হাজার সাব-ইন্সপেক্টর রয়েছেন। বর্তমানে ইন্সপেক্টররা দ্বিতীয় এবং সাব-ইন্সপেক্টররা তৃতীয় শ্রেণীর কর্মচারী পদমর্যাদায় সরকারি সুবিধা পাচ্ছেন। ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টরদের দাবির প্রেক্ষিতে চলতি পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের গ্রেড উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় পুলিশ অফিসারদের মর্যাদার উন্নয়ন করতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
No comments:
Post a Comment