পাহাড় প্রান্তের অবাক শহর
বোনিফ্যাসিও
ফ্রান্সের কর্স-ডু-সাড বিভাগের অন্তর্গত কর্সিকা দ্বীপের দক্ষিণ প্রান্তে বোনিফ্যাসিও শহর তথা সম্প্রদায়ের অবস্থান। কর্সিকা দ্বীপের সবচেয়ে বড় সম্প্রদায় হলো বোনিফ্যাসিও। এখানকার বাসিন্দাদের বলা হয় বোনওফ্যাসিয়ান্স। মহিলাদের বলা হয় বোনিফ্যাসিনিজ। পাহাড়ের প্রান্তে থাকা হলদেটে সাদা রংয়ের চুন সুরকির দালান ঘেরা শহরটি এক সময় দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত ছিল।
রন্ডা
স্পেনের মালাগা প্রদেশের ১০০ কিলোমিটার উত্তর পশ্চিমে রন্ডা শহরের অবস্থান। শহরটি অ্যান্ডালুসিয়া সমপ্রদায় কর্তৃক পরিচালিত। রন্ডা শহর দু'ভাগে বিভক্ত। নুভো সেতু দু'টি অংশকে যুক্ত করেছে। ঐতিহাসিক স্থান হিসেবে পর্যটকদের কাছে শহরটি বেশ আকর্ষণীয়।
ডি লা রোকা
স্পেনের গিরোনা প্রদেশের গ্যারোটজা জেলার অন্তর্গত শহর হলো ক্যাসেলফলিট ডি লা রোকা পৌর শহর। ফ্লুভিয়া ও টরোনেল নদীর মাঝামাঝি কৃষ্ণধূসর আগ্নেয়শিলার এক দুরারোহ পর্বতগাত্রের বুকে শহরটি অবস্থিত। এখানে ক্যাটলোনিয়া সম্প্রদায়ের অবস্থান। পৌরশহরটির জায়গার পরিমাণ এক বর্গকিলোমিটারের কম।
রোকা মাড্যুর
* ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে অবস্থিত লট বিভাগ ও প্রান্তন কোয়ের্কি প্রদেশের অন্তর্গত অন্যতম নিম্ননির্বাহী বিভাগ হলো রোকামাড্যুর। ডোরডোঙ্গে নদীর উপর অবস্থিত শহরটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং খ্রিস্ট ধর্মের কুমারী মেরি'র ধর্মস্থান হিসেবে বিখ্যাত। তাই রোকামাড্যুর শতাব্দীর পর শতাব্দী রাজা, বিশপ ও বিখ্যাত ব্যক্তিসহ বিভিন্ন দেশের পর্যটকদের পদচারণায় মুখর থাকে।
মিটিয়োরা
মিটিয়োরা একটি গ্রিক শব্দ। এর অর্থ হলো ঝুলন্ত পাহাড়। গ্রিসে অবস্থিত
পাহাড়ের ওপর নির্মিত গির্জাটি গ্রিসের ক্যাথলিক খ্রিস্টান যাজকদের অন্যতম
বৃহত্তম ও গুরুত্বপূর্ণ মঠ। মধ্য গ্রিসের থেসালি ভৌগলিক অঞ্চলের
উত্তরপশ্চিমপ্রান্তে পিনিয়স নদী ও পিন্ডাস পাহাড়ের মাঝামাঝি ক্যাথলিক
খ্রিস্টান যাজকদের প্রাকৃতিক বেলে পাথর দিয়ে নির্মিত পিলারের ছয়টি মঠ
রয়েছে। এরমধ্যে পাঁচটি পুরুষ যাজকদের ও একটি মহিলা যাজকদের মঠ।
স্পেনের মালাগা প্রদেশের ১০০ কিলোমিটার উত্তর পশ্চিমে রন্ডা শহরের অবস্থান। শহরটি অ্যান্ডালুসিয়া সমপ্রদায় কর্তৃক পরিচালিত। রন্ডা শহর দু'ভাগে বিভক্ত। নুভো সেতু দু'টি অংশকে যুক্ত করেছে। ঐতিহাসিক স্থান হিসেবে পর্যটকদের কাছে শহরটি বেশ আকর্ষণীয়।
ডি লা রোকা
স্পেনের গিরোনা প্রদেশের গ্যারোটজা জেলার অন্তর্গত শহর হলো ক্যাসেলফলিট ডি লা রোকা পৌর শহর। ফ্লুভিয়া ও টরোনেল নদীর মাঝামাঝি কৃষ্ণধূসর আগ্নেয়শিলার এক দুরারোহ পর্বতগাত্রের বুকে শহরটি অবস্থিত। এখানে ক্যাটলোনিয়া সম্প্রদায়ের অবস্থান। পৌরশহরটির জায়গার পরিমাণ এক বর্গকিলোমিটারের কম।
রোকা মাড্যুর
* ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে অবস্থিত লট বিভাগ ও প্রান্তন কোয়ের্কি প্রদেশের অন্তর্গত অন্যতম নিম্ননির্বাহী বিভাগ হলো রোকামাড্যুর। ডোরডোঙ্গে নদীর উপর অবস্থিত শহরটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং খ্রিস্ট ধর্মের কুমারী মেরি'র ধর্মস্থান হিসেবে বিখ্যাত। তাই রোকামাড্যুর শতাব্দীর পর শতাব্দী রাজা, বিশপ ও বিখ্যাত ব্যক্তিসহ বিভিন্ন দেশের পর্যটকদের পদচারণায় মুখর থাকে।
মিটিয়োরা
Source http://www.bd-pratidin.com
No comments:
Post a Comment