ভাসমান শহর ভাসমান গ্রাম
ওয়াটার
ভিলেজ মূলত পানির ওপরে বসবাস করা মানুষের বাড়িঘর যা সচরাচর পানির ওপরেই
তৈরি হয়। বাড়িগুলো পানিতে ভাসে। আবার কখনো স্থির দাঁড়িয়ে থাকে। এ যেন এক
ভাসমান আবাস। আবার পৃথিবীর কোনো কোনো জায়গায় এই ভাসমান শহরগুলোই বর্তমানে
পর্যটকদের বিরাট আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। এমন কয়েকটি ভাসমান শহর ভাসমান গ্রাম
নিয়ে লিখেছেন ওবায়দুল গনি চন্দন
কো পানায়ী গ্রাম
কো পানায়ী একটি মুসলিম গ্রাম। এটা থাইল্যান্ডের পাং এন গা রাজ্যে অবস্থিত। এই গ্রামে অন্তত দুইশ’ পরিবার বাস করে। অন্যভাবে বলা যায় প্রায় ১৫০০ থেকে ২০০০ মানুষ এখানে বসবাস করে। এই গ্রাম গড়ে উঠেছে দুইটি সামুদ্রিক মুসলিম পরিবারের আগমন থেকে। এই গ্রামে একটি মুসলিম বিদ্যালয় আছে যেখানে প্রতি সকালে নারী এবং পুরুষ উভয়ই অংশগ্রহণ করে। এই গ্রামটি বর্তমানে টুরিস্টদের জন্য খুব বেশি সুবিধা গড়ে ওঠেনি। টুরিস্টরা এখানে আসতে পারেন শুধু শুষ্ক মৌসুমে। এখানে একটি ফুটবল মাঠও আছে যেটা ফিফা বিশ্বকাপ ফুটবল ১৯৮৬-এর প্রেরণায় গড়া।
হা লং বে ভাসমান গ্রাম
এখানকার অধিকাংশ মানুষই সমুদ্রে ভাসমান। এই দ্বীপের অধিকাংশ মাটি চাষ করার একদমই অনুপযোগী। হা লং বে মাছ এবং বিভিন্ন সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত। তারা তাদের ধরা মাছ বিক্রি করে বড় বড় নৌকার মালিকের কাছে। তারা প্রতি সকালে বাজারে তাজা মাছের সরবরাহ করে। হা লং বে ভাসমান গ্রামটি ভিয়েতনামে অবস্থিত।
গিয়েথ্রন
এই গ্রামের অধিকাংশ লোকজন চলাচল হয় পানির ওপর দিয়ে এবং এটা করে ‘পান্টার’ কিছু নৌকা যেটায় ইলেকট্রিকম মটর লাগানো আছে। তারা সাধারণত গ্রামের শান্তি বিনষ্ট করে না। অনেক বাড়িঘর এর আশপাশের ছোট ছোট দ্বীপে অবস্থিত যেখানে যাতায়াত করার একমাত্র মাধ্যম হলো কাঠের ব্রিজ। এই গ্রামে প্রায় ২৬২০ জন বাসিন্দা রয়েছেন। গ্রামটি নেদারল্যান্ডসে অবস্থিত।
ক্যাম্পং আয়ার
সুলতান ওমর আলি সাইফুদ্দিন মসজিদ ব্র“নেই নদীতে একটি কৃত্রিম লেগুন তৈরি করেছে যেটা ব্রিজের মাধ্যমে সংযোগ করে ওয়াটার বিলেজকে। এই ভিলেজে ওয়াটার ট্যাক্সি আছে আসা-যাওয়ার জন্য। আরো আছে স্কুল, হসপিটাল, রেস্টুরেন্ট, দোকানপাট, মসজিদ এবং পেট্রল স্টেশন। অনেকেই এই গ্রামকে দেখে অবজ্ঞা করেন। না দেখেই চলে যান কিন্তু তারা জানে না এই গ্রামে বর্তমান সভ্যতার আধুনিক সবকিছুই রয়েছে। এখানে রয়েছে এয়ার কন্ডিশন, স্যাটেলাইট ক্যাবল, ইন্টারনেট। ধারণা করা হয় এই গ্রামে মানুষ বসবাস করে ১৩০০ বছর আগে থেকে। ক্যাম্পং আয়ার ব্র“নাইয়ে অবস্থিত।
Kampong Ayer in Brunei - a community by the water:
উরোস ফ্লোটিং ভিলেজ
পেরুর এই গ্রামটি সবচেয়ে বেশি ভ্রমণ করে ভাসমান অবস্থা হারিয়ে যাওয়া ট্রাভেলাররা। সত্যি বলতে এটা একটা টুরিস্ট ট্র্যাপ। এই গ্রামের অধিকাংশ ছোট ছোট দ্বীপ ভ্রমণকারীদের থেকে বিচ্ছিন্ন এবং তারা এখনো পুরনো আমলের মাছ ধরার পদ্ধতি অবলম্বন করে।
Uros' Floating Islands in Lake Titicaca:
হুজহেন
চীনের হুজহেনের ভাসমান পাথরের ব্রিজগুল প্রায় দুই হাজার বছরের ইতিহাস বহন করে। এতার পাথুরে রাস্তা কোনো নকশা ছাড়াই হয়েছে এবং এটা অতি সূক্ষ্ম। এটা পাথর কেটে বানানো একটি সুন্দর পথ। এই পানিপথ দিয়ে যেতে একটা আলাদা রোমাঞ্চ অনুভব হয় সঙ্গে সঙ্গে অনুভব করা যায় এটা সাংস্কৃতিক ইতিহাস।
ঝৌঝুয়াং
ঝৌঝুয়াং চীনের একটি আকর্ষণীয় ভাসমান শহর। এটা চীনের শুঝৌ শহরের ৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত। এই শহরটিতে রয়েছে প্রাচীন আমলের ঘরবাড়ি, ওয়াটার ক্রসিং, প্রাচীন আমলের ব্রিজগুলো। এই শহরটিকে বলা হতো পূর্বের ভেনিস।
গ্যানভি
গ্যানভি আফ্রিকার ভেনিস হিসেবে পরিচিত। এই গ্রামটি গড়ে উঠেছে বেনিনের একটি লেকে। এই গ্রামের জনসংখ্যা আনুমানিক ২০ হাজার। এই গ্রামটি আফ্রিকার সবচেয়ে বড় লেক ভিলেজ হিসেবে পরিচিত। গ্যানভি বেনিনে অবস্থিত।
কো পানায়ী গ্রাম
কো পানায়ী একটি মুসলিম গ্রাম। এটা থাইল্যান্ডের পাং এন গা রাজ্যে অবস্থিত। এই গ্রামে অন্তত দুইশ’ পরিবার বাস করে। অন্যভাবে বলা যায় প্রায় ১৫০০ থেকে ২০০০ মানুষ এখানে বসবাস করে। এই গ্রাম গড়ে উঠেছে দুইটি সামুদ্রিক মুসলিম পরিবারের আগমন থেকে। এই গ্রামে একটি মুসলিম বিদ্যালয় আছে যেখানে প্রতি সকালে নারী এবং পুরুষ উভয়ই অংশগ্রহণ করে। এই গ্রামটি বর্তমানে টুরিস্টদের জন্য খুব বেশি সুবিধা গড়ে ওঠেনি। টুরিস্টরা এখানে আসতে পারেন শুধু শুষ্ক মৌসুমে। এখানে একটি ফুটবল মাঠও আছে যেটা ফিফা বিশ্বকাপ ফুটবল ১৯৮৬-এর প্রেরণায় গড়া।
হা লং বে ভাসমান গ্রাম
এখানকার অধিকাংশ মানুষই সমুদ্রে ভাসমান। এই দ্বীপের অধিকাংশ মাটি চাষ করার একদমই অনুপযোগী। হা লং বে মাছ এবং বিভিন্ন সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত। তারা তাদের ধরা মাছ বিক্রি করে বড় বড় নৌকার মালিকের কাছে। তারা প্রতি সকালে বাজারে তাজা মাছের সরবরাহ করে। হা লং বে ভাসমান গ্রামটি ভিয়েতনামে অবস্থিত।
গিয়েথ্রন
এই গ্রামের অধিকাংশ লোকজন চলাচল হয় পানির ওপর দিয়ে এবং এটা করে ‘পান্টার’ কিছু নৌকা যেটায় ইলেকট্রিকম মটর লাগানো আছে। তারা সাধারণত গ্রামের শান্তি বিনষ্ট করে না। অনেক বাড়িঘর এর আশপাশের ছোট ছোট দ্বীপে অবস্থিত যেখানে যাতায়াত করার একমাত্র মাধ্যম হলো কাঠের ব্রিজ। এই গ্রামে প্রায় ২৬২০ জন বাসিন্দা রয়েছেন। গ্রামটি নেদারল্যান্ডসে অবস্থিত।
ক্যাম্পং আয়ার
সুলতান ওমর আলি সাইফুদ্দিন মসজিদ ব্র“নেই নদীতে একটি কৃত্রিম লেগুন তৈরি করেছে যেটা ব্রিজের মাধ্যমে সংযোগ করে ওয়াটার বিলেজকে। এই ভিলেজে ওয়াটার ট্যাক্সি আছে আসা-যাওয়ার জন্য। আরো আছে স্কুল, হসপিটাল, রেস্টুরেন্ট, দোকানপাট, মসজিদ এবং পেট্রল স্টেশন। অনেকেই এই গ্রামকে দেখে অবজ্ঞা করেন। না দেখেই চলে যান কিন্তু তারা জানে না এই গ্রামে বর্তমান সভ্যতার আধুনিক সবকিছুই রয়েছে। এখানে রয়েছে এয়ার কন্ডিশন, স্যাটেলাইট ক্যাবল, ইন্টারনেট। ধারণা করা হয় এই গ্রামে মানুষ বসবাস করে ১৩০০ বছর আগে থেকে। ক্যাম্পং আয়ার ব্র“নাইয়ে অবস্থিত।
Kampong Ayer in Brunei - a community by the water:
উরোস ফ্লোটিং ভিলেজ
পেরুর এই গ্রামটি সবচেয়ে বেশি ভ্রমণ করে ভাসমান অবস্থা হারিয়ে যাওয়া ট্রাভেলাররা। সত্যি বলতে এটা একটা টুরিস্ট ট্র্যাপ। এই গ্রামের অধিকাংশ ছোট ছোট দ্বীপ ভ্রমণকারীদের থেকে বিচ্ছিন্ন এবং তারা এখনো পুরনো আমলের মাছ ধরার পদ্ধতি অবলম্বন করে।
Uros' Floating Islands in Lake Titicaca:
হুজহেন
চীনের হুজহেনের ভাসমান পাথরের ব্রিজগুল প্রায় দুই হাজার বছরের ইতিহাস বহন করে। এতার পাথুরে রাস্তা কোনো নকশা ছাড়াই হয়েছে এবং এটা অতি সূক্ষ্ম। এটা পাথর কেটে বানানো একটি সুন্দর পথ। এই পানিপথ দিয়ে যেতে একটা আলাদা রোমাঞ্চ অনুভব হয় সঙ্গে সঙ্গে অনুভব করা যায় এটা সাংস্কৃতিক ইতিহাস।
ঝৌঝুয়াং
ঝৌঝুয়াং চীনের একটি আকর্ষণীয় ভাসমান শহর। এটা চীনের শুঝৌ শহরের ৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত। এই শহরটিতে রয়েছে প্রাচীন আমলের ঘরবাড়ি, ওয়াটার ক্রসিং, প্রাচীন আমলের ব্রিজগুলো। এই শহরটিকে বলা হতো পূর্বের ভেনিস।
গ্যানভি
গ্যানভি আফ্রিকার ভেনিস হিসেবে পরিচিত। এই গ্রামটি গড়ে উঠেছে বেনিনের একটি লেকে। এই গ্রামের জনসংখ্যা আনুমানিক ২০ হাজার। এই গ্রামটি আফ্রিকার সবচেয়ে বড় লেক ভিলেজ হিসেবে পরিচিত। গ্যানভি বেনিনে অবস্থিত।
No comments:
Post a Comment