রহস্যময়ী ম্যাগনেটিক হিল ও স্পুক হিল
কেমন হয় বলুন তো, যদি আপনার গাড়িটি এমনি রেখে দিলেন আর তা নিজে নিজে
গড় গড় করে বিনা বাধায় ২০০ গজ মতো উপরে উঠে গেল! কী হতে পারে, যাদু না
রহস্য? কি বিশ্বাস হচ্ছে না? পুরো ব্যাপারটা নিয়ে চ্যালেজ্ঞ ছুড়ে দেওয়া
যেতে পারে আপনার কাছে। কারণ,
ঘটনা কিন্তু পুরোপুরি সত্য। আমরা কথা বলছি মনকটন শহরের উত্তরে অবস্থিত
চুম্বক পাহাড় বা ম্যাগনেটিক হিলকে নিয়ে। পাহাড়টি কানাডার নিউ বার্নসউইক
প্রদেশে অবস্থিত। এই পাহাড়ের নিচে কোন গাড়ি রাখলে তা নিজে নিজে উপরে উঠে
যায়।
রহস্যের শুরু ১৮৮০ সালে। যখন ছোটখাট ওয়াগনগুলো এমনি ওপরে উঠে যেত। ১৯৩৩ সালে খবরটি
প্রথম ছাপা হলো স্থানীয় সিন্ট জন টেলিগ্রাফ জার্নালে। রহস্য উদঘাটনে মাঠে
নামলেন বিশেষজ্ঞরা। মনকটন শহরের প্রতিটি পাহাড়ে চললো অনুসন্ধান। পেরিয়ে
গেল পাঁচ পাঁচটি ঘন্টা কিন্তু কোন ফলাফল নেই। শেষমেশ
একেবারে বাড়ী যাওয়ার পথে দেখা গেল বিস্ময়কর কান্ড। নির্দিষ্ট একটি জায়গায়
তাদের গাড়িটা বিনা বাধায় পাহাড়ের উচ্চভাগের দিকে উঠে গেল। চোখ পড়ল রাস্তার
পাশের পানির উৎসটার দিকে। মাধ্যকার্ষণ নীতি অমান্য করে সেটাও বয়ে চলেছে
ওপরের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফেডারেল
ও প্রাদেশিক সরকার চুম্বক পাহাড়কে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র
হিসেবে রুপান্তরিত করলেন। আজকাল অবশ্য এর আশপাশে গলফ কোর্স, চিড়িয়াখানা,
রেলওয়েসহ অনেই কিছুই গড়ে উঠেছে। ২০০২ সালে ম্যাগনেটিক হিল পার্ক জিতে নেয়
কানাডার সেরা আকর্ষণীয় দর্শনীয় স্থানের পুরস্কার। এখন
এই পাহাড়ের রহস্য উপভোগ করতে আপানাকে কিছু খরচ করতে হবে। তারপর আপনার
গাড়িটাকে ওই স্থানটাতে রেখে দিন এবং দেখুন কি হয়! আপনার গাড়িটি পাহাড়ের নিচ
থেকে নিজে নিজে উঠে যাবে পাহাড়ের উপরে। রাস্তার পাশের ড্রেনের পানির দিকে
নজর দিতে ভুলবেন না কিন্তু। দেখবেন পানিও বয়ে চলেছে উপরের দিকে।
এই রকম আরেকটি পাহাড় হলো ফ্লোরিডার লেক ওয়ালসের স্পুক হিল। বিশ-ত্রিশ লাখ বছর আগে
এটি ছিল একটি দ্বীপ। আর আজ স্পুক হিল দুনিয়ার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র।
প্রতি বছর প্রচুর পর্যটক এসে ভিড় করেন এখানে। এখানে এলে প্রথমেই আপনার চোখ
পড়বে পথের ধারের সাইনবোর্ডটির দিকে। এতে লেখা আছে এক অদ্ভূত উপকথা। লেক
ওয়ালস একটি ইন্ডিয়ান গ্রাম। বহু বছর আগে এই গ্রামে প্রচন্ড উপদ্রব ছিল
গ্যাটার দস্যূদের। গ্রামের প্রধান ছিলেন একজন যোদ্ধা। যুদ্ধে দস্যুদের মেরে
ফেললেন তিনি। যা থেকে জন্ম নিল একটি ছোট্ট লেক। লেকের উত্তর পাশে দাফন করা
হয়েছিল সেই মহান যোদ্ধার মৃতদেহ। তখনকার দিনে চিঠি-পত্র আনা-নেওয়া করার
পথে রানারদের নজরে পড়লো প্রথম এই ব্যাপারটি। তাদের ঘোড়াগুলোকে উপর থেকে
নিচে নামার পথে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। কী যেন ঘোড়াগুলোকে উপরে টেনে
নিয়ে যাচ্ছে। সেই থেকে জায়গাটির নাম হয়ে গেল স্পুক হিল। যার বাংলা অর্থ
ভুতুড়ে পাহাড়। অনেকে বলে আজও সেই দস্যুরা প্রতিশোধ নেয়ার রাস্তা খুঁজছে এবং
সেই যোদ্ধা এখনও লড়াই করে চলেছে।
$$চুম্বক পাহাড়$$
ওই চুম্বক পাহাড়ে কিন্তু বেশ মজা হয় । পাহাড়ের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে
গাডির ইঞ্জিন বন্ধ করে দিলেও গাড়ি চলতে থাকে । ওই পাহাড়টা সম্পর্কে জানা
না থাকলে আপনি ভাববেন গাড়িটা ভুতে টেনে নিয়ে যাচ্ছে । নাহ্ ! এর মধ্যে কোনো
ভুতুরে ব্যাপার-স্যাপার নেই । আপনি যদি ভারতের লেহ লাদাখ শহর থেকে ৩০
কিলোমিটার দূরে হিমালয়ের ওই পাহারটার কাছে যান , তবে এমন ঘটবে । এজন্যই তো
ওই পাহাড়ের নাম চুম্বক পাহাড় ।
এ পাহাড়ের আশপাশ দিয়ে হেলিকপ্টারসহ
যেকোনো বিমান এলেই ঝাঁকুনি দিয়ে ওঠে । তাই দুর্ঘটনা এড়াতে এখান দিয়ে ওড়ার
সময় নির্দিষ্ট উচ্চতা ও গতিতে উড়তে হয় । সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুট
উচ্চতায় অবস্থিত পাহাড়টির চুম্বকশক্তি যদি পরীক্ষা করতে চান , তবে গাড়িতে
যাওয়ার ব্যবস্থা আছে । আপনার গাড়ি একটি নির্দিষ্ট স্থানে নিতে হবে ,
জায়গাটি চেনার জন্য ওখানে একটি বিলবোর্ডও আছে । ওই বিলবোর্ডের জায়গায় গিয়ে
গাড়ি বন্ধ করলেও চুম্বকের টানে ঘন্টায় ২০ কিলোমিটার বেগে চলতে থাকবে । অনেক
পর্যটক হিমালয়ের এই বিস্ময় পাহাড় দেখার জন্য আসেন ।
Source: জ্ঞান সন্ধানী
The Mysterious Gravity Hill
Physicists Show "Antigravity" Mystery Spots Are Optical Illusions
June 1, 2006
— At several hilly locations around the U.S., know as "gravity hills,"
objects such as cars left on neutral supposedly roll uphill, driven by
unknown forces and against the force of gravity. Physicists say -- and
GPS measurements confirm -- that the effects are illusions caused by the
landscape. The position of trees and slopes of nearby scenery, or a
curvy horizon line, can blend to trick the eye so that what looks uphill
is actually downhill.
BUCKS COUNTY, Pa.--Mystery spots of land, often known as gravity
hills, are found throughout the United States and seemingly pull objects
uphill.
"I was surprised at how fast I was moving," says sightseer Andrew Carr.
The mysterious spot in Bucks County, Pa., he speaks about is called
Gravity Hill. Put your car in neutral, and it will look and feel like
it's rolling uphill. Rolling a ball or pouring water also appears to
flow uphill.
Why did physics choose this hill to go berserk?
Carr says, "I thought it was some kind of odd magnetic pull or something like that here that, that pulled your car along."
"Some people think maybe there's a warp in the earth's gravity," Dennis
Tice, directory of the Bedford County Visitors Bureau, tells DBIS.
Don't believe everything you hear or see. The truth behind this phenomenon is it's an optical illusion.
"The embankment is sloped in a way that gives you the effect that you
are going uphill," materials physicist Brock Weiss, of Pennsylvania
State University in University Park, tells DBIS.
The illusion is caused by the landscape. The position of trees and
slopes of nearby scenery and a curvy horizon line have blended to trick
the eye. GPS measurements by physicists show the elevation at the start
is higher than at the end. The road actually slopes downhill!
Weiss says, "You are, indeed, going downhill even though your brain gives you the impression that you're going uphill."
Revealing the secrets behind Gravity Hill proves gravity hasn't gone haywire; it's just playing tricks on your mind.
"Oh, I think it's still fun," Carr says. "I would still bring people
here to show them." A fun, quirky science site worth seeing.
Here you can find a gravity hill in your state.
BACKGROUND: Visit Gravity Hill in
New Paris, Pa., and you will see cars that appear to roll uphill, while
water flows the wrong way. Don't worry -- gravity hasn't really gone
haywire. It's simply an optical illusion, one that can be found in
hundreds of similar areas around the world.
HOW IT WORKS: The human eye and brain can be easily fooled
into thinking the laws of physics are being defied -- but it's all
distortions in perspective and odd angles. What such "mystery sites" all
have in common is a completely or mostly obstructed horizon, which
makes it difficult for human beings to judge the slope of a surface.
They lack a reliable reference point, and this can override the body's
sense of balance, especially if the slope is shallow. In the case of
Gravity Hill, the layout of the surrounding landscape produces the
illusion of a very slight downhill slope, when in fact it is a slight
uphill slope. So a car left out of gear will appear to be rolling
uphill.
WHAT IS GRAVITY? In the 17th century, Isaac Newton came up
with the law of universal gravitation, but he couldn't explain the
underlying mechanism behind gravity. In 1917, Albert Einstein proposed
his theory of general relativity. This attributes the force of gravity
to the unseen warping of the fabric of spacetime, caused by the presence
of mass (or energy). The earth always travels in a straight line. The
presence of the sun curves space and thus the earth appears to be moving
in an elliptical orbit. Imagine a rubber sheet stretched out tightly.
If a bowling ball is placed in the center, the ball's mass will cause a
depression in the sheet. If you then place an apple on the edge of the
sheet, it will roll down the slope towards the center. The depression
can't be seen by someone looking straight down at the sheet from above,
so it appears that the apple was pulled by an invisible force.
Source: http://www.sciencedaily.com
Watch this vedio: